পরীক্ষার প্রস্তুতি এবং প্রাসঙ্গিক কথা


পরীক্ষার প্রস্তুতি এবং প্রাসঙ্গিক কথা

by Admin

Posted on 31-Dec-2019


পরীক্ষার প্রস্তুতি এবং প্রাসঙ্গিক কথা

শিক্ষার্থী বন্ধুরা,

পরীক্ষার আর বেশিদিন নেই।তাই তোমাদের জন্য থাকছে পরীক্ষায় ভালো করার কিছু নিঞ্জা টেকনিক।

১। তৈরি কর নিজের গেমপ্লানঃ
যে কোন কাজে সফল হতে হলে চাই নিজের প্লানিং। তোমার দক্ষতা তুমি সবচেয়ে ভালো জানো। সে অনুযায়ী গেমপ্লান তৈরি কর।
গনিত পরীক্ষায় কেউ বীজগণিত অংশ আগে উত্তর করে। কেউ ত্রিকোনমিতি।এভাবে তোমার প্লান সাজাও।  

২। শেষ করার দম চাইঃ
বলা হয়, বোর্ড পরীক্ষায় নাম্বার তোলা তুলনামূলক সোজা। কিন্তু তার জন্য সকল প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর করতে হবে। তাই সব প্রশ্নের উত্তর করা অভ্যাস কর। যারা গনিত এ ৭০ নম্বরের সম্পূর্ণ সৃজনশীল উত্তর করনি কক্ষনো, তারা এদিকে নজর দাও। 
তোমার কিছুটা ভুল ( partially incorrect) উত্তর এর জন্য ও তুমি কিছু নম্বর পাবে। তাই শেষ করার চেষ্টা কর। 

৩।জ্ঞান আর অনুধাবনে জোর দাওঃ
জ্ঞান আর অনুধাবনে পূর্ণ নম্বর থাকলে প্রয়োগ আর উচ্চতর দক্ষতায় ও বেশি নম্বর পাওয়া সহজ হয়।

৪। জ্যামিতি গুলো নিজে চর্চা করঃ
জ্যামিতি গুলো ভালো করে বুঝে ফেলো। বইয়ের উপপাদ্য আর সম্পাদ্যের মত অনুশীলনীর কিছু অংশ শিখে ফেলো।

৫।বাংলা আর ইংলিশে এ প্লাস পাওয়া সবচেয়ে কঠিনঃ
এ দুইটি সাবজেক্ট এ মিস হয় সবচেয়ে বেশি। তাই আগে থেকে খেয়াল কর, যেন ২০০ তে ১৬০ মিস না হয়।

এছাড়া-
৬।পদার্থবিজ্ঞানে সরণ-সময় , বেগ-সময় লেখচিত্র গুরুত্বপূর্ণ ।

৭।রসায়নের আয়নিক-সমযোজী যৌগ গঠন, স্থূল সংকেত, আনবিক সংকেত, বন্ধন শক্তি, জৈব যৌগ  
গুরুত্বপূর্ণ।

৮।জীববিজ্ঞান এ কোষ, খাদ্য পিরামিড, BMI নির্ণয় গুরুত্বপূর্ণ।
নিজের যত্ন নিও। ভালো থাকো, আর দুশ্চিন্তা কর না। কেননা সঠিক পরিকল্পনা থাকলে এসএসসি পরীক্ষায় ভালো করা খুব সহজ।

লেখক-
৫ম , ঢাকা মহানগরী, বিজ্ঞান বিভাগ
২০১৫ এসএসসি 
বর্তমানে-
ঢাকা বিশ্ববিদ্যালয়
সফটওয়্যার প্রকৌশল
তৃতীয় বর্ষ